ডুবু ডুবু আজ বিশের বেইল
এরপরই সন্ধ্যা, রাত্রি।
ফিরে যদি আসে সবিতা
হবে কাল একুশের প্রভাতফেরি,
শহীদ মিনারে দিব ফুল, গাইবো গান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?
আর যদি না আসে ফিরে সবিতা
হবেনা প্রভাত, হবেনা কবিতা আবৃত্তি,
হবেনা আর কখনও গাওয়া
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি………….!
২১ ফেব্রুয়ারী ২০২২