1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সতর্ক বার্তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সুবর্ণ বার্তা অনলাইন ডেস্ক:

“নিজেরা যদি হা*না*হানিতে লিপ্ত থাকেন তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে”

আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর রাওয়া কনভেনশন হলে ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নি*র্মম হ*ত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে  এ কথা বলেন তিনি।

সেনাবাহিনী প্রধান বলেন, ‘অবশ্যই গণহ*ত্যা এবং অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতে হবে, কিন্তু পুলিশ, র ্যাব, ডিজিএফআই, এনএসআইয়ের মত প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করে দেশে শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আমরা বলেছিলাম ১৮ মাসের মধ্যে নির্বাচন হবে, সরকার সেদিকেই যেতে যাচ্ছে। নিজেরা যদি হা*না*হানিতে লিপ্ত থাকেন, তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, সতর্ক করে দিলাম। সেনাবাহিনী আপনার জন্য কাজ করে, সেনাবাহিনীকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করবেন না।’

তিনি বলেন, ‘অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, আমরা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসতে চাই। নিজেরা হা*নাহা*নিতে ব্যস্ত বলেই অপরাধীরা সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। পিলখানা হ*ত্যাকাণ্ডের বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘পিলখানা হ*ত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ইফ এবং বাট নেই। কোনো সেনা সদস্য করে নাই। যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। কোনো রাজনৈতিক ব্যক্তি জড়িত কি না, তা তদন্ত কমিশন বের করবে। বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে কেউ কেউ। এটা ভালো হবে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট