1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে পারিবারিক কাজে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত|৭ নভেম্বর,২০২২

ডেস্ক রিপোর্ট:

বেশ কিছুদিন ধরে একটি গাড়ি জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে দিনভর পড়ে থাকতে দেখা যায়। পরে খবর নিয়ে দেখা যায় গাড়িটি মূলত সরকারি গাড়ি। যা সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরীর জন্য সরকারিভাবে বরাদ্দকৃত গাড়ি।

অথচ, বাস্তবে গাড়িটি ব্যবহার হচ্ছে উপজেলা চেয়ারম্যানের মেয়ে, মেয়ের জামাই ও মেয়ের ঘরের নাতী-নাতনিদের ব্যক্তিগত কাজে।

গাড়িটি কখনও মোক্তার মসজিদ সড়কে, কখনও ল’ইয়ার্স কলোনী, কখনও নোয়াখালী কলেজ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতেও দেখা যায়। যা, বাচ্চাদের স্কুল-কলেজে ও প্রাইভেট-কোচিং, মেয়েকে তহশিল অফিসে ও মেয়ের জামাইকে কলেজে আনা-নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। আবার শপিং মলের সামনেও ব্যক্তিগত কেনাকাটায় ব্যবহৃত হয় এটি! অথচ, গাড়িটি ব্যবহার করার কথা সরকারি কাজে। কিন্তু সরকারি কাজে ব্যবহার না করে অনৈতিকবাবে পারিবারিক কাজে ব্যবহার করা হচ্ছে।

একজন সম্মানিত ব্যক্তি, উপজেলা চেয়ারম্যান, অপর দিকে জেলা আ.লীগের আহ্বায়ক তারও আগে একজন শিক্ষাবিদ অধ্যক্ষ তার মত ব্যক্তি যদি এমন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকে তাহলে আমরা কি শিক্ষা পেলাম। আশা করি বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসবে।

তথ্যসূত্র: সাংবাদিক ভৌমিক সুমন, চ্যানেল ২৪।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট