1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

১৪ই ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস| থানার হাট কলেজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

“একটি জাতি তার বুদ্ধিজীবীদের সম্মান না করলে, সে জাতি কখনো প্রকৃতভাবে এগোতে পারে না।” আজ সেই দিন, যেদিন আমরা স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর আল-বদর ও রাজাকাররা পরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে। সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিক—যাঁরা স্বাধীনতার পর নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতেন, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করে দেওয়ার এক ঘৃণ্য অপচেষ্টা। কিন্তু তাঁরা মরে গিয়েও আমাদের জন্য রেখে গেছেন একটি মুক্ত বাংলাদেশ এবং একটি চিরজাগ্রত চেতনা।

আজ আমরা তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
তাঁদের আত্মত্যাগ যেন শুধু স্মৃতির পাতায় সীমাবদ্ধ না থাকে। আমাদের প্রতিদিনের কাজ, আমাদের চিন্তা ও চেতনায় তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকতে হবে। বুদ্ধিজীবী দিবস জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা। যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতার পথকে আলোকিত করেছেন, তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে চিরজাগ্রত রাখবে।

শহীদদের রক্তে রাঙানো এই মাটি আমাদের প্রেরণার উৎস। আমরা যেন তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকি।

তোমাদের ভুলব না।
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

থানারহাট কলেজ, সুবর্ণচর, নোয়াখালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট