বেহাল সড়কে চালকের প্রতিযোগিতায় অকালে ঝরছে ফুল
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধীন পূর্ব চরবাটা ইউনিয়নের আবেদ হাসান রকি বলেন, সাম্প্রতিক কালে ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা ও সড়ক মেরামত না হওয়ায় পরিস্থিতি নাজুক হয়েছে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, কখনো চালকের বেপরোয়া চালনায়, কখনো সড়কে খানাখন্দ থাকায়।
রকি আরও বলেন, সম্প্রতি দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হওয়ায় অনেক সড়কে খানাখন্দ বেড়েছে। আমাদের সুবর্ণচরও তার ব্যতিক্রম নয়। সুবর্ণচরের অনেক সড়কে যান চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত সড়ক মেরামত করার প্রয়োজন বলে মনে করি।
এছাড়াও রকি বলেন, সড়কে দুর্ঘটনা রোধে গাড়ি চালানোর আগে চালককে প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। এবং প্রতিযোগিতা মূলক গাড়ি কিংবা মোটরসাইকেল চালনা হতে বিরত থাকতে হবে। আর আইন অমান্যকারী চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।