1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

পুলিশের পরকীয়া প্রেমে বাঁধার জেরে সাংবাদিক কে জেলে প্রেরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

রিপোর্ট:-নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিজয়নগর থানার এএসআই করিমের পরকীয়া প্রেমের অভিযোগ উঠেছে।
বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী গোলাম মোস্তফা বাবুলের স্ত্রী রোমা আক্তারের সাথে দীর্ঘদিন যাবৎ বিজয়নগর থানার এএসআই করিমের অবৈধ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল বলে অভিযোগ করেছেন ভোক্তভোগী পরিবার সদস্য সাংবাদিক কিবরিয়া। তাদের পরকীয়া প্রেমের হোয়াটসঅ্যাপ চ্যাট ও কল হিস্টোরি ফাঁস হয়ে যাই।
এ ঘটনায় অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা, পুলিশ হেডকোয়ার্টার্স বরাবর অভিযোগ দাখিল করেছেন প্রবাসীর ছোট ভাই সাংবাদিক মো.গোলাম কিবরিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়,রোমা আক্তারের দুটি সন্তান রয়েছে। তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে। বিজয়নগর থানার এএসআই করিম তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের পরকীয়া সম্পর্ক জানাজানি হয়ে গেলে এএসআই করিম অভিযোগকারীসহ তার পরিবারের লোকদের বিভিন্ন সময় হুমকি ধামকি দেয়া শুরু করেন বলে জানা গেছে ।
রোমা আক্তার এএসআই করিমের সহযোগিতায় অভিযোগকারী ও তার পরিবারের লোকদের নামে একটি মিথ্যা বানোয়াট নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ভোক্তভোগী পরিবারের সদস্যরা আরো জানায় এএসআই করিমের মদদে রোমা আক্তার আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রবাসীর মা খোরশিদা বেগম তার ছেলের নামে মিথ্যা মামলার বিচার দাবি করেন।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী রোমা আক্তার কে ফোন করে জানতে চাইলে প্রথমে সে অস্বীকার  করলে ও এক সময় তাদের কথোপকথনের পরকীয়ার আলামত গুলো তুলে ধরা হলে রুমা আক্তার নিরুপায় হয়ে বলেন ওর সাথে আমার ভাল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু প্রেম ছিল না। সেই সুবাদে মাঝে মধ্যে করিম ভাইয়ের সাথে কথা বলতাম।

আপনার সাথে যদি এএসআই  করিমের প্রমের সম্পর্ক না থাকতো তাহলে মধ্য রাতে ঘণ্টার পর ঘণ্টা কেউ কি কারো সাথে ভিডিও কলে কথা বলতেন।

এ বিষয়ে অভিযুক্ত এএসআই করিমের কাছে জানতে চাইলে সাংবাদিক কে উল্টো রাগান্বিত হয়ে প্রশ্ন করেন  পরকীয়া কাকে বলে? পরকিয়া কত প্রকার ও কি কি আপনি কি জানেন
যান, যান,যা পারেন করেন গিয়ে।

তার কিছুক্ষণ পর  সাংবাদিকের সহযোগিতা চেয়ে মিমাংশার জন্য অনুরোধ করেন এএস আই করিম ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট