অর্থনীতির মূল স্তম্ভ প্রবাসী তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে
গত অর্থবছরে রপ্তানি হয়েছে ৪৭ বিলিয়ন মার্কিন ডলারের মতো। অন্যদিকে চলমান প্রেক্ষাপট বিচার করলে এ বছর রেমিট্যান্স ২৭ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
তাই দেশ প্রেমিক নাগরিকদের কর্তব্য প্রবাসীদেরকে যথাযথভাবে সম্মান দেখানো এবং নাগরিক সেবা প্রদানে অগ্রাধিকার দেওয়া।
এ প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয় ইতালি প্রবাসী মোঃ আক্তার হোসেন এর সাথে। তিনি অভিযোগ করে বলেন এই রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি বিমানবন্দর কিংবা বিদেশি দূতাবাস, কোথাও তাঁদের প্রাপ্য সম্মানটুকু এখনো নিশ্চিত করা হয়নি।
তিনি আরও বলেন দেশের অর্থনীতির মূল স্তম্ভ হওয়া সত্ত্বেও তাঁরা একপ্রকার উপেক্ষিত।
এছাড়াও আক্তার হোসেন বলেন রেমিট্যান্স যোদ্ধাদের ভিআইপি হিসেবে গণ্য করা সময়ের যৌক্তিক দাবী বলে মনে করি।