সুবর্ণচরে জামায়াতের ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মাগরিব নামাজের পর জামায়াতের চর আমান উল্লাহ ইউনিয়ন শাখার আয়োজনে চর আমান উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের জনশক্তিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চর আমান উল্লাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফয়সাল বিন মোস্তফার সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মো. রাশেদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মাষ্টার আবদুল আজিজ সেলিম, চর আমান উল্লাহ ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ছায়েদুল হক, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চর আমান উল্লাহ ইউনিয়নের সভাপতি হাফেজ সাইফুল্লাহ রাকিব, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীর কার্যক্রম, আদর্শ ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও জনশক্তিদেরকে সুন্দরভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করা হয়।