সুবর্ণ বার্তা নিউজ ডেস্ক>> আজ রেটিনা কর্তৃক আয়োজিত “রেটিনা বায়োলজি অলিম্পিয়াড’২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ২২তম এবং নোয়াখালী জোনে (নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা) প্রথম হয়েছেন সম্প্রতি এসএসসি-২৪ কুমিল্লা বোর্ড সেরা জাঈমা হাসান সাইবা।
ছবিতে জাঈমা হাসান শাইবা তার মা সাফিয়া সুলতানাকে সাথে নিয়ে RETINA- রেটিনা প্রদত্ত তার প্রথম পুরষ্কার গ্রহণ করেন।
পুরষ্কারের মধ্যে রয়েছে- ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ। এছাড়া বিশেষ সুবিধা রেটিনার সকল কোর্স ফ্রী।
এসময় রেটিনা প্রথম পুরস্কার বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আমাদের হাস্যোজ্জ্বল মেধাবীরা। আমরা বিশ্বাস করি, তোমরাই আমাদের আগামী। তোমরাই এনে দেবে আলো ঝলমলে ভোর। ভালো থেকো।”
নোয়াখালী জোন থেকে পুরস্কারপ্রাপ্তদের একাংশ।