সুবর্ণ বার্তা নিউজ ডেস্ক: নিজ এলাকা সুবর্ণচরের ডাক্তার ভিলায় পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন ডাক্তার জাকির হোসাইন। এবিষয়ে গতকাল (৮ জুলাই) রাত ১২টার সময় তার নিজ সোস্যাল মিডিয়া একাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে তিনি এবং তার পরিবারের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেন। পাঠক সুবিধার্থে তা হুবহু তুলে ধরা হল-
“আমাদের সমাজে এমন বহু আবেদ আলী বসবাস করে,তারা চরিত্রের প্রয়োজনে আজহারি টুপি পড়ে আবার টিকলিও পড়তে দ্বিধা করবে না।
এমন এক আবেদ আলীর খপ্পরে পড়ে আমি এবং আমার ফ্যামিলি আজ নিরাপত্তার হুমকিতে দিন কাটাচ্ছি 🥲🥲
তবে দুই আবেদ আলীর বাপ ছেলের কার্মকান্ডে একটা ভাইসভার্সা সম্পর্ক থাকলেও দুই জায়গা বাপ আউলিয়া।”
তার এই পোস্টে সংযুক্ত আছে কিছু ইসলামিক ব্যক্তির ছবিসহ আরো বেশকিছু ছবি। আসলে এর মাধ্যমে তিনি কি বুঝাতে চেয়েছেন জানিনা। তবে, সম্প্রতি সুবর্ণচরে তার পোস্টকৃত ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ দু’জন এবাদ আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের নিহত হওয়ার পরপর আরো দু’তিনজন লোক সুবর্ণচরে নিহত হয়েছেন। আর এর কারণে অস্থিরতা বিরাজ করছে সুবর্ণচর সাধারণ মানুষের মাঝে। কিন্তু আজ সেই নিরাপত্তাহীনতার ভয় চেপে ধরেছে খোদ ডাক্তারকে। জনমনে প্রশ্ন- অস্থির সুবর্ণচরের সাথে ডাক্তার জাকিরের কি সম্পৃক্ততা? ঘটনাকি তাহলে একই সূত্রে গাঁথা?