1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

অমাবস্যার মধ্যরাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

আমাদের আশপাশেই এমন অনেক মানুষ আছেন, যাদের কারণে আমরা হয়তোবা ভালো থাকতে পারছি না। এ জন্য আমাদেরকে বন্ধু বা সঙ্গী নির্বাচনের ব্যাপারে সচেতন হতেই হবে। আমাদের জীবনের প্রতিটি স্তরে যেসব মানুষ প্রতিনিয়ত নানাভাবে প্রভাব ফেলছে, তাদের বাছাই করতে সতর্ক না হলে শেষটায় আমাদেরকেই ভোগান্তি পোহাতে হবে। বিশেষ করে যারা মিথ্যা কথা বলে তাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। কেননা মানুষের পতনের জন্য যেসব কারণ দায়ি তার মধ্যে মিথ্যা ভয়ংকর।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাধিন ৩নং চরক্লার্ক ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ বশির আহমেদ বলেন প্রতিনিয়ত মিথ্যা কথা বলার অভ্যাস যেকোনো সম্পর্কে ভুল–বোঝাবুঝি ও সন্দেহ সৃষ্টি করে। শুধু তা–ই নয়, আপনার খুব কাছের কোনো বন্ধু যদি নানা বিষয়ে মিথ্যা বলে বিভিন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে যায়, তবে তা আপনাকে প্রভাবিত করতে পারে।

বশির আহমেদ আরও বলেন হয়তো আপনি মিথ্যা একদমই বলেন না। ফলে না চাইলেও অনেক কাজ আপনাকে করতে হয়। অপরদিকে আপনার বন্ধু দিব্যি মিথ্যা বলে পার পেয়ে যান। এতে আপনার মনে হতেই পারে, সত্যের চেয়ে মিথ্যা বলাটাই আপনার জন্য মঙ্গল। যে আপনি কোনোদিনই মিথ্যা বলতেন না, সেই আপনিই হয়তো একটি–দুটি করে মিথ্যা বলতে শুরু করে দিলেন।

এছাড়াও বশির আহমেদ বলেন আপনার চরিত্রের অবক্ষয় তো হবেই, আপনার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটাও নষ্ট হয়ে যাবে৷ আর সেই ব্যক্তির মিথ্যা কথার ফলে আপনিও পড়তে পারেন বড় কোনো বিপদে। তাই সুখী হতে হলে মিথ্যাবাদী ব্যক্তি সব সময়ই পরিত্যাজ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট