তাশরিফা জলি, সুপ্রিম কোর্ট আইনজীবী
সম্প্রতি এসএসসি-২০২৪ ফল প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলে কুমিল্লা বোর্ডের সর্বোচ্চ নাম্বার নিয়ে জিপিএ- ৫ পেয়েছেন হাতিয়ার মেধাবী সন্তান জাঈমা হাসান শাইবা। জাঈমা হাসান সাইবা তার শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ইতিহাসেও সর্বোচ্চ রেকর্ড ছাড়িছেন। তার এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত তার মা-বাবা, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষীসহ এলাকাবাসী। এ বিষয়ে জাঈমা হাসান শাইবার খালা সুপ্রিম কোর্ট আইনজীবী তাশরিফা জলি (প্রাক্তন চবিয়ান) তার সোস্যাল মিডিয়া একাউন্টে এক আবেগঘন পোস্ট দেন। পাঠক সুবিধার্থে তা হুবহু তুলে ধরা হল।
মাশাল্লাহ!
আলহামদুলিল্লাহ!!
আমার বোনের মেয়ে হাতিয়ার মেধাবী সন্তান জাঈমা হাসান শাইবা এসএসসি ২০২৪ এ কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। ১৩০০ নাম্বারের মধ্যে ১২৭০!
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসেও যা সর্বোচ্চ! আলহামদুলিল্লাহ!
শুধু পড়ালেখা নয় আচার ব্যবহারে ও সে আমাদের লক্ষ্মী একটা মেয়ে❤️❤️
অতীতে তার মা , চমৎকার বিতর্ক ও রেজাল্টের এর মাধ্যমে আমাদের পরিবারকে অলংকৃত করেছিল। সবাই দোয়া করবেন আমাদের মেয়েটা যেন এই সফলতার ধারা অব্যাহত রাখতে পারে।
এখানে উল্লেখ, জাঈমা হাসান শাইবার যে অভূতপূর্ব সাফল্য তা তাদের পরিবারের জন্য নতুন কিছু নয়। জাঈমা হাসান শাইবা তার বাবা কুল এবং নানা কুল উভয় কুলই সম্ভ্রান্ত পরিবারের পাশাপাশি শিক্ষাদীক্ষায তারা সব সময় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন। জাঈমা হাসান শাইবা তারই ক্রমধারা মাত্র।
জাঈমা হাসান শাইবার বাবা হাতিয়ার স্বনামধন্য চেয়ারম্যান নূরুল হক চেয়ারম্যান বাড়ির নূরুল হক চেয়ারম্যান সাহেবের ছেলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা হাসানুল হক দিনার। মা চর জব্বর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাফিয়া সুলতানা।