সুবর্ণ বার্তা নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মাওলানা ছানা উল্লাহ নামে এক ইমামকে বেধড়ক মারধর করেছেন আব্দুল ওয়াহিদ নামের এক যুবদল নেতা। শনিবার (১৮ মে) সকালে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত বায়তুল নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ভিযুক্ত আব্দুল ওয়াহিদ স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি যুবদলের ৫নং চরজুবলী ইউনিয়ন উত্তর শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম ওরফে কালাম মেস্তরির ছেলে।
এ বিষয়ে ইমাম ছানা উল্লাহ বলেন, শুক্রবার (১৭ মে) মসজিদে কোরআন হাদিসের আলোকে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করি। এতে ক্ষুব্ধ হয়ে মসজিদের ভেতরে ঢুকে কিছু বুঝে উঠার আগেই আমাকে লাথি, ঘুষি মারতে থাকে। পরে আশপাশের মানুষ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারা এগিয়ে না আসলে আমাকে মেরেই ফেলত। আমি এর বিচার চাই।