সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুপ্রিম কোর্ট আইনজীবী তাশরিফা জলি
দুর্ঘটনা বিষয়ে তাশরিফা জলি বলেন, গত চার দিন আগে অ্যাক্সিডেন্টের পর মনে হচ্ছে দ্বিতীয় জীবন পেলাম। আলহামদুলিল্লাহ 🙏🏼❤️
বিয়ের পর থেকে রাস্তা পার হওয়ার সময় পাশের মানুষটা সব সময় আমাকে তার সুরক্ষায় রেখে রাস্তা পার করেন।
প্রথম প্রথম বুঝতে না পেরে অস্বস্তিতে বলতাম, আমি একা একা রাস্তা পার হইতে পারি ভাই।🙏🏼😄
অতঃপর তাঁর আমাকে এইভাবে সুরক্ষিত রাখার আসল কাহিনী বুঝতে পেরে প্রায়ই বলি , আমাকে এইভাবে সেইভ করে তুমি একলা চলে গিয়ে , আমাকে আকুল পাথারে ফেলে যাওয়ার চেয়ে ,তোমার আগে আমি মরে যাওয়ায় অতি উত্তম। ♥️
অতঃপর আমার সেই প্রার্থনাই মনেহয় দ্রুতই কবুল হতে যাচ্ছিল , গত মঙ্গলবার আমরা দুজন পাশাপাশি শাখা রোডে হাঁটা অবস্থায় পেছন থেকে সিএনজি এসে আমাকে এমনভাবে ধাক্কা দিল, রাস্তায় পড়ে গিয়ে মাথায় একটা সেলাই করতে হয়েছিল।😥😥
আলহামদুলিল্লাহ বড় বিপদ থেকে মহান আল্লাহ তায়ালা সকলের দোয়ায় অল্প কষ্ট দিয়ে জীবন রক্ষা করে দিলেন।❤️
সবাই প্লীজ আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন যেন, আমরা দীর্ঘ হায়াত পেয়ে একসাথে বুড়ো হয়ে, তার আগে আমি মরে যেতে পারি।
উল্লেখ্য, ময়মনসিংহের বউ তাশরিফা জলির পৈত্রিক বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলা। তিনি চরজব্বার ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাফিয়া হাসানের ছোট বোন।