এসএসসিতে A+ পেয়েছেন জাঈমা।
গতকাল (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২৪ মাধ্যমে এ তথ্য জানাযায়। প্রকাশিত ফলাফলে জাইমা সকল বিষয়ে A+ সহ ১৩০০ নাম্বারের মধ্যে ১২৭০ নাম্বার পেয়েছেন। তার এই সাফল্যে তার মা-বাবা আলহামদুলিল্লাহ বলে পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহপাকের নিকট প্রশংসা জ্ঞাপন করেন এবং তার আত্মীয় স্বজনসহ সকল শুভাকাঙ্ক্ষীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে যারা সোস্যাল মিডিয়ায় শুরু থেকে তার প্রতি দোয়া ও শুভ কামনা করেছিলেন।
আজ তার শুভ জন্মদিন। শুভ এ জন্ম ক্ষণের ঠিক আগ মুহূর্তে জীবনের প্রথম পাবলিক পরীক্ষার এ সাফল্য যেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য একটি বিশেষ উপহার হয়ে আসছে।
জাঈমা হাসান সাইবা সে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে এ সাফল্য অর্জন করেন।
জাইমা চর জব্বার ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাফিয়া হাসান ও মৎস কর্মকর্তা দিনার হাসানের একমাত্র কন্যা। তাদের বাড়ি হাতিয়া নূরুল হক চেয়ারম্যানের বাড়ি, দিনার হাসান নূরুল হক চেয়ারম্যানের ছেলে এবং নোয়াখালী-৪ সাবেক এমপি মরহুম ফজলে এলাহীর ভাগিনা।
জাঈমা পরীক্ষা নামক প্রাতিষ্ঠানিক সকল পরীক্ষায় যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সে ইতোপূর্বেও বৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের উপহার হিসেবে ক্রেস্ট ও স্বর্ণপদক অর্জন করেছেন।