সুবর্ণচরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে এ অপ্রীতিকর ঘটনাসমূহ। এবার খোদ আনারস প্রতীকের প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর সমর্থক, ৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিন্ন দলে ভিন্ন প্রতীক দোয়াত-কলমের প্রার্থী খায়রুল আনম চৌধুরী সেলিমের এক সনাতন ধর্মাবলম্বী সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনা কতটা সঠিক তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে, অভিন্ন দলে ভিন্ন প্রতীকের নির্বাচন করায় আক্রোশবসতঃ এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মাধ্যমে জানাযায়। আবার, একই এলাকার অনেকের থেকে জানাযায় এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। সনাতনধর্মের ভোট নিজেদের পক্ষে আনতে প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।