১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। এটি ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ। সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)র পক্ষ থেকে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচী সফল করতে সংগঠনের দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠন সমুুহের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল। একই সাথে তিনি গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে সপ্তাহটি অবশ্যই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবেন। কেননা; দেশে বিভিন্ন পেশাজীবীদের অগনিত সপ্তাহ, দিবস যা রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের জন্য একটি গণমাধ্যম সপ্তাহ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি প্রদান করা উচিত।
তিনি বলেন, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময়োপযোগী এ দাবির বিষয়ে সুবিবেচনা করবেন এবং এর স্বীকৃতি দিবেন।
সাংবাদিক মোরশেদুল আলমসে
ক্রেটারি জেনারেল
সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)
কেন্দ্রীয় কমিটি, ঢাকা।