1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

নববর্ষে মাটির হাড়িতে নিশু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নববর্ষের মাটির হাড়িতে নিশু

বিনোদন জগৎ:

নববর্ষে মাটির হাড়িতে বিটিভি আঞ্চলিক (নোয়াখালী) গানের শিল্পী নাফিসা খানম নিশু। গতকাল বাঙালির হাজার বছরের সংস্কৃতি পহেলা বৈশাখ উপলক্ষ্যে দুটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন সে। দিনের প্রথমার্ধে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি নোয়াখালী কর্তৃক আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে এবং দ্বিতীয়য়ার্ধে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রোগ্রামে। প্রথমার্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -র প্রোগ্রাম শেষে নিশু তার টীমসহ একসঙ্গে মাটির হাড়িতে পান্তা-ইলিশ খায়। বৈশাখের প্রথমে নাফিসা নিশুসহ তার মত আরো যারা আছেন তাদের মাটির হাড়িতে এ পান্তা-ইলিশ খাওয়া এটি বর্তমানে আমাদের দেশে সখ কিংবা বিলাসীতা হলেও প্রকৃতার্থে এটিই বাঙালির সংস্কৃতি।  কিন্তু আমরা আধুনিকতার ছোঁয়ায় তা হারিয়ে ফেলছি। একসময় আধুনিকতাতো দূরের কথা এরকম মাটির হাড়িও আমরা যারা কল্পনা করতে পারিনি আজ তাদের অনেককে দেখা যায় শ্বশুর বাড়িতে গেলে ডিনার সেট, ফার্নিচার ছাড়া চলেনা।  কোন কারণে যদি কারো এরকম শ্বশুর বাড়ি ভাগ্যে জুটে যায় তখন সমালোচনার আর অন্ত থাকেনা। অথচ, খোঁজ নিয়ে দেখলে দেখা যায় সে ক্ষেতের আইলে কলার পাতার লোক। কিন্তু এ পহেলা বৈশাখ প্রতিবছর আমাদের মাঝে ফিরে ফিরে নাফিসা নিশুদের মাধ্যমে আমাদের প্রকৃত সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিয়ে যায়। আমাদের হারানো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এবং তা বাঁচিয়ে রাখতে এ নিশুদের খুবই প্রয়োজন। এ নিশুরা বেঁচে থাকলে বেঁচে থাকবে আমাদের সমাজ, পরিবার ও সংস্কৃতি। তাই এ পহেলা বৈশাখে নিশুদের জন্য রইল আমাদের শুভ কামনা।  শুভ নববর্ষ।  শুভ হউক তোমার আগামীর দিন। ভালোবাসা নিরন্তর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট