সুবর্ণচর কাটাবুনিয়া সড়ক
নোয়াখালী দক্ষিণাঞ্চলের উপকূলীয় উপজেলা সুবর্ণচর। এলাকাটি চর হলেও অন্যান্য তুলনায় এই এলাকার যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত। এখানকার সড়কগুলো প্রায়ই পিচ ঢালায়। মানুষগুলোও তুলনামূলক ভাল। সব মিলিয়ে এ কাঁচা চরে ভাল হওয়ার কারণ এখানে হাতিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষিত পরিবারের আবাস।
কিন্তু দুঃখজনক সম্প্রতি এলজিইডির সড়ক সংস্কারের অংশ হিসেবে ঠিকাদারের লোকজন বরাদ্ধকৃত যে সড়কে তারা হাত দিবে তারা তার পরিবর্তে ভুলক্রমে একটি ভালো সড়কে হাত দেয় এবং প্রাথমিকভাবে ১ কিলোমিটার পাকা ভাল সড়ক খুঁড়ে ফেলে। খোঁড়ার পরই ঠিকাদারের লোকজন বুঝতে পারে তারা ভুল জায়গায় কাজ শুরু করছে।
ঘটনাটি ঘটেছে সুবর্ণচর চর আমান উল্লাহ ইউনিয়নের উত্তর কাটাবুনিয়া গ্রামের ১ নং ওয়ার্ডের বাবুল মার্কেট থেকে মোল্লা মার্কেট সংযোগ সড়কে।
স্থানীয় লোকজন জানান, রবিবার (১৩ এপ্রিল) সকালে এ সড়কটিতে সংস্কার কাজের জন্য বাজেট হয়েছে বলে ঠিকাদারের লোকজন পাকা সড়কের পিচ উপড়ে ফেলে। পুরো ১ কিলোমিটার সড়কের দু’পাশে খোঁড়াখুঁড়ি করে উপড়ে ফেলার পর কাজের লোকজন চলে যেতে লাগলে স্থানীয়রা তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলে ভুলক্রমে তারা এ রাস্তায় কাজ শুরু করেছে। তবে সড়কের বেহাল দশা করে তারা চলে যাওয়ার সময় লোকজন জিজ্ঞেস করলে এ ব্যাপারে তারা উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে বলে তারা দ্রুত চলে যায়।
এ কাজটির ব্যাপারে যোগাযোগ করা হলে সুবর্ণচর উপজেলা এলজিইডির সাব- অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শরীফ মোহাম্মদ নুর ইসলাম ভুলে এ কাজ হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘মুলত চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের কুকিজ মার্কেট-ছিদ্দিক মার্কেট এলাকার সড়ক কাজের জন্য টেন্ডার হয়েছে। তাই সড়কের কাজ সেখানে করা হবে।’
এদিকে সড়কটিকে চলাচল অনুপযোগী করার কারণে ক্ষুব্ধ পথচারী ও এলাকাবাসী। তারা এই বিষয়ে প্রশাসনকে অবহিত করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন আজ সোমবার বিকেলে সড়কটি পরিদর্শন করেন। এরপর ঠিকাদার ও এলজিইডিকে এই সড়কটি সংস্কার করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।