চরজব্বার থানায় “অপেন হাউজ ডে” পালিত
এই স্লোগানকে প্রতিপাদ্য করে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানায় পালিত হলেছে “অপেন হাউজ ডে”।
আজ রবিবার (১৩ এপ্রিল,২০২৫) সকাল ১০ টায় চরজব্বার থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান এবং চরজব্বার থানার অফিসার্স ইনচার্জ শাহীনসহ থানা স্টাফ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃস্থানীয় রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ অতীত স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনকে স্মরণ করিয়ে পুলিশকে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে প্রধান অতিথি জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান উপস্থিত সাধারণ মানুষের কথা শুনেন এবং তাদের সমস্যার সমাধানের বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।