নাফিসা খানম নিশুর জন্মদিন পালিত
নানা আয়োজনে বিটিভি আঞ্চলিক (নোয়াখালী) মৌলিক গানের শিল্পী নাফিসা খানম নিশুর জন্মদিন পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫), নোয়াখালীর মাইজদী হোটেল প্লাটিনামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা থেকে শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা, কেককাটা, রাতের ডিনার, কনসার্টের মধ্য দিয়ে রাত ৩টায় শেষ হয় এ অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, তার পরিবার, আত্মীয়, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীবৃন্দ।
উল্লেখ্য গত ৩১ মার্চ ছিল তার জন্মদিন। কিন্তু সময় স্বল্পতা ও পবিত্র ঈদুল ফিতরের কারণে তখন বাসায় ছোট পরিসরে জন্মদিন পালিত হলেও সবাইকে নিয়ে করা হয়নি। তাই, ঈদ পরবর্তী অবসর সময়ে গতকাল আনুষ্ঠানিকভাবে এ জন্মদিন পালিত হয়।