1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

সন্দ্বীপীয় আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে হাতিয়াবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ছবি

নোয়াখালী হাতিয়ার ভাসানচর থানাকে সন্দ্বীপের নামে নব্য গেজেট প্রস্তাবের বিরুদ্ধে জেগে উঠেছে বিপ্লবী হাতিয়াবাসী।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল, ২০২৫) সকাল ১১টায় হাতিয়া উপজেলা পরিষদের সামনে থেকে তারা ভাসানচরকে নিজেদের দাবী করে এই নব্য গেজেট প্রস্তাবের বিরোধীতা করে রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদ সভা।

সভায় নেতারা এই ভাসানচর ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত উপদেষ্টাকে একজন ছেলের সাথে তুলনা করে বলেন, গরকন্যা হাতিয়ার ভাসানচরকে সন্দ্বীপীয় গেজেট প্রস্তাব এ একজন মান্যবর উপদেষ্টার ছেলে মানুষী আবদার! তারা অবিলম্বে উপদেষ্টার এই ছেলে মানুষী আবদার পরিত্যাগ করে হাতিয়ার ভাসানচর হাতিয়াকে ফেরত দেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২১ এর ৯ ই ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক গেজেটের মাধ্যমে আজকের ভাসান চর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের একটি মৌজা। এটি সরকারিভাবে স্বীকৃত এবং বিগত পাঁচ বছর ধরে নোয়াখালী জেলা এবং হাতিয়া উপজেলা থেকে এর প্রশাসনিক সহ যাবতীয় কার্যক্রম চলে আসছে।
একটি সেটেল্ড অর্থ্যাৎ সরকারিভাবে স্বীকৃত এবং গেজেট ও প্রজ্ঞাপন জারিকৃত বিষয় নিয়ে হঠাৎ বিতর্ক সৃষ্টি করা??

বিষয়টি কি এমন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এবং উনার উদ্যোগে এই দ্বীপ হাতিয়ার প্রশাসনিকভাবে অন্তর্ভুক্তি হওয়ার কারণেই কি এটা আজ বাতিল হতে হবে? তা হলে পরে ময়মনসিংহ ও রংপুর বিভাগ?আরও অনেক অনেক থানা কিংবা উপজেলা? এছাড়াও বিগত সতের বছরের আরও মেগা প্রকল্প কিংবা উন্নয়ন?

একটু পিছনে তাকাই____
২০১৮,২০১৯,২০২০ সালে জাতীয় সংসদে সন্দ্বীপের তৎকালীন সাংসদ মিতা রহমান বেশ কয়বার ভাসান চর (তাঁর ভাষায় সাবেক নামা বস্তি) তার উপজেলার সাথে অন্তভূক্তিতে ঝড় তোলেন। এ নিয়ে আঞ্চলিক বিভেদ সৃষ্টির চেষ্টা করেন। মিছিল মিটিং করেন, ঢাকা, চট্টগ্রাম ও সন্দ্বীপে। সংসদে এ বিষয়ে একবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ভাসান চর হাতিয়ার অংশ, এ বিষয়ে বিশদ ব্যাখ্যা দেন। তার ঠিক ছয় মাস পরে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুস্পষ্ট ভাবে ভাসান চর হাতিয়ার অংশ বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেন। তারপর থেকে সরকার দলীয় সাংসদ মিতা রহমান এ নিয়ে পার্লামেন্ট কিংবা চিটাগং কিংবা সন্দ্বীপে উচ্চ বাক্য করেননি।

ইতিমধ্যেই মেঘনা দিয়ে অনেক জল গড়িয়ে সাগরে পড়েছে। সন্দ্বীপ থেকেও কোন বক্তব্য নেই। বিগত পাঁচ বছর ধরে দ্বীপ টি হাতিয়ার অংশ হিসেবে সকল কার্যক্রম চলছে।
কোন একজন মান্যবর উপদেষ্টার আবদার কিংবা স্বাদ আহ্লাদে একটি ঐতিহাসিক জনপদের ভূমি অন্য এক জনপদের সাথে সংযুক্তির নজির ইতিহাসে নেই। সন্দ্বীপের সাথে হাতিয়া দ্বীপের ঐতিহাসিক সম্পৃক্ততা। এরূপ একটি বিতর্ক সৃষ্টি করে উভয় জনপদের শান্তি প্রিয় মানুষের মাঝে বিভেদ সৃষ্টির মানে হয় না।

প্রসঙ্গক্রমে বলা যায়,
হাতিয়ার অবিচ্ছেদ্য অঞ্চল অর্থাৎ আজকের হর্নি ও চানন্দি ইউনিয়ন সমূহ পুনরুদ্ধার কল্পে ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১ সালে হাতিয়া দ্বীপ সমিতির নেতৃত্বে সামাজিক সংগঠনগুলো একত্রিত হয়ে যে ঐতিহাসিক ভূমিকা নিয়েছেন তার দৃষ্টান্ত আমাদের মাঝে আছে। আজকের সময়ের প্রয়োজনে সকলেই একত্রিত হয়ে ভূমিকা রাখলে আমাদের জনপদ কেউ চিনিয়ে নিতে পারবে না, ইনশাআল্লাহ।(কপি)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট