
ভাসানচর নিয়ে সন্দ্বীপ হাতিয়ার মধ্যকার বিতর্ক নিয়ে গণসংহতি আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি>>
প্রসঙ্গ: ভাসানচর নিয়ে সন্দ্বীপ হাতিয়ার মধ্যকার বিতর্ক নিয়ে গণসংহতি আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৮ এপ্রিল, ২০২৫ খ্রি.
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে নোয়াখালীর দশম থানা “ভাসানচর”। যেটি নোয়াখালী হাতিয়ার আওতাধীন ১০ম থানা হিসেবে পরিচিত এবং পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি নতুন করে এই মীমাংসিত বিষয়কে সন্দ্বীপের অংশ হিসেবে গেজেট প্রস্তাবের অপচেষ্টা করা হচ্ছে। এই থানাকে বিতর্কিত করার মানে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বিতর্কিত করা। যা কখনও কাম্য নয়।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফয়জুল করিম মহোদয়কে বলবো এবিষয়ে কোনরূপ বিতর্ক সৃষ্টি না করে নোয়াখালী হাতিয়ার অন্তর্ভুক্ত ভাসানচর থানা নোয়াখালী কে হাতিয়ার হিসেবে থাকতে দিন। অন্যথায়, এ অঞ্চলে একটি প্রাণঘাতি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, হাতিয়ার মানুষ নিজেদের অধিকার আদায়ে কখনও পিছপা হওয়ার অতীত রেকর্ড নেই। তাছাড়া, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কোন সাধারণ লোক নন। যা আমাদের সকলেরই জানা। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী জিয়া, বঙ্গবন্ধুর ন্যায় এদেশের মানুষের অভিন্ন অনুভূতি, হৃদয়ের স্পন্দন। এই স্পন্দন জেগে উঠলে তখন আপনার উপদেষ্টার চেয়ার টিকানো দায় হবে। তাই, আমরা গণসংহতি আন্দোলন নোয়াখালীর পক্ষ থেকে অবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার চাই।
➖
তানভীর হোসাইন ইরাক
সংগঠক
গণসংহতি আন্দোলন
নোয়াখালী জেলা।