1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সুবর্ণচরে ডায়নামিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সুবর্ণচরে ডায়নামিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে ডায়নামিক স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট সংলগ্ন ডায়নামিক স্কুলে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডায়নামিক স্কুলের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক সোহাগের সঞ্চালনায় এবং স্কুলের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন ডায়নামিক স্কুলের প্রধান শিক্ষক ফোরকান উদ্দিন মাসুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ সুবর্ণচর কল্যান সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেরামত বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু কালাম, ডেসটিনি কলেজের প্রভাষক আলাউদ্দিন এমএসসি, ইসলামী ব্যাংক থানার হাট এজেন্ট শাখার ইনচার্জ রিয়াজ উদ্দিন, চর ওয়াপদা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অলি উদ্দিন সেলিম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হিরোমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উল্লাহ, মোনাদদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন, ডায়নামিক স্কুলের পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কেরামতপুর এমএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, থানার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদ হোসেন প্রমুখ।

২০২১ সালে প্রতিষ্ঠিত ডায়নামিক স্কুলের ১ম বারের এসএসসি ব্যাচের ১৯ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। স্কুলটিতে ১১ জন পরিচালকের তত্ত্বাবধানে নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ২৪ জন শিক্ষক শিক্ষিকার পাঠদানের মাধ্যমে প্রায় সাড়ে ৬ শত শিক্ষার্থী অধ্যয়ন করছে।

শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্য সর্বোচ্চ বৃত্তি প্রাপ্তি, ভালো ফলাফল অর্জন, মান সম্মত লেখাপড়া, শিক্ষার্থীদের অত্যাধুনিক সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন কার্যক্রমে সফলতার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট