সুবর্ণচরে কলেজিয়েট স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
নোয়াখালীর সুবর্ণচরে এডভোকেট এনামুল হক কলেজিয়েট স্কুলের ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের এছহাক মুন্সির হাট সংলগ্ন কলেজিয়েট স্কুলের হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্যাহ এবং সজিব চন্দ্র নাথের যৌথ সঞ্চালনায় এবং জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক জিয়াউদ্দিন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জজ কোর্টের এ পি পি এডভোকেট এ.এন.এম এনাম হোসেন মন্জুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরামতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হেলাল, এগ্রো ফার্মা ট্রেডিংয়ের চেয়ারম্যান অলি উদ্দিন, চরবাটা ইসমালিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মিরাজ উদ্দিন, ডেসটিনি কলেজের প্রভাষক রুমী আক্তার, উত্তর চরক্লার্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক অজি উল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম, ব্যাংকার মাহফুজুল হক, ব্যবসায়ী ইয়াছিন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা করার সময় এডভোকেট এ.এন.এম এনাম হোসেন মঞ্জুর ও মোহাম্মদ অলিউদ্দিন আলাদাভাবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন। এছাড়াও ব্যাংক কর্মকর্তা মাহফুজুল হক প্রতিষ্ঠানের জন্য দুটি সিলিং ফ্যান প্রদানের ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৫ সালে এডভোকেট এনামুল হক কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করতে যাচ্ছে।