ছবি
নোয়াখালীর সুবর্ণচরে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে সাইকেল সহ বিভিন্ন পণ্য সামগ্রী উপহার পেল শিশু-কিশোরেরা।
৩ এপ্রিল (বৃহস্পতিবার) বাদে মাগরিব সুবর্ণচরের চর জুবিলী ইউনিয়নের বাতানিয়া পুকুরপাড় জামে মসজিদে টানা ৪০ দিন নামাজ আদায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের জন্য পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করে উক্ত মসজিদ কমিটি।
অনুষ্ঠানে বাতানিয়া পুকুরপাড় জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল করিমের সঞ্চালনায় এবং সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মো. শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাদের।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. আব্দুর রহিম, তরুণ চিকিৎসক ডা. রাফায়েত হোসেন অপু, থানার হাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন মানিক,
চর জুবলী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর হাফেজ সৈয়দ আহমেদ হেলাল, বাতানিয়া পুকুরপাড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আক্তারুজ্জামান, মসজিদের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন, মসজিদের ক্যাশিয়ার মো. সুমন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নুর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা করার সময় বক্তারা বলেন, এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই নামাজ চর্চার মাধ্যমে তারা ব্যক্তিগত জীবনে প্রকৃত নামাজী হিসেবে গড়ে উঠতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠান শেষে ৪০ দিনের জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে সাইকেল এবং অন্যান্যদেরকে চার্জার ফ্যান, কেটলি, স্যুপসেট, গ্লাস সেট সহ মোট ১৫ জনকে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে নামাজ আদায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে এবং পুরস্কার পেয়ে খুবই আনন্দিত শিশু-কিশোরেরা এবং তাদের অভিভাবকবৃন্দ।