আজকে নিশুর জন্মদিন
বহিছে মাঝে আনন্দ সবার
বন্ধু-বান্ধন স্বজন শুভাকাঙ্ক্ষী আছে যত তার।
নিশু আমাদের নোয়াখালীর মেয়ে
বাড়ি তার বেগমগঞ্জ টিভি সেন্টার।
সে আমাদের অহংকার
যে তুলে ধরছে আমাদের গানে তার।
যার মাধ্যমে চিনছে আমাদের দেশে-বিদেশে নোয়াখালীর কালচার।
নিশু আমাদের তরুণ উদীয়মান কণ্ঠ শিল্পী
বিটিভি আঞ্চলিক মৌলিক গানের গায়ক
তার সূরে পাগল শ্রোতা দর্শক।
নিশু এগিয়ে যাবে কর্মে তার
শ্রোতা দর্শক ভালোবাসায়।
এই প্রত্যাশায় শুভ জন্মদিনের
শুভেচ্ছা তোমায়।
শুভ জন্মদিন শুভ জন্মদিন
ভালোবাসা নিরন্তর তোমায়।