1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

সুবর্ণচরে স্কুল শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মো. রেদওয়ান হোসেন, বিশেষ প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সুবর্ণচরে জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ এপ্রিল) সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নে অবস্থিত জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিকান্তর আলম মামুনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এনায়েত উল্লাহ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীন সিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোনায়েম খান, লক্ষীপুর আয়েশা (রা:) কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী আক্কাস, চর আমান উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের আলোচনা করার সময় অতিথিরা প্রাক্তন শিক্ষক আনোয়ারুল হকের শিক্ষকতা পেশা জিবনের নানা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের মাঝে বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক মতিউর রহমান হিমেল ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের তত্বাবধানে বিদায়ী শিক্ষককে বরণ, ফুলেল শুভেচ্ছা জানানো, সংবর্ধবনা ক্রেস্ট প্রদান, বই প্রদান, মানপত্র পাঠ, ভিবিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান সহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক মো. আনোয়ারুল হক উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে (১৯৮৪ সাল) চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি শিক্ষকতা পেশা জিবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট