ছবি- সাপ্তাহিক সুবর্ণ বার্তা ও সুবর্ণ বার্তা অনলাইন
সুবর্ণচরে অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২৫ সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল, ২০২৫) ইং তারিখ আলোকিত নাগরিক সমাজের আয়োজনে সুবর্ণচর উপজেলা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেনী গার্লস ক্যাটেড কলেজের অধ্যাপক মিজান বিন মজিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন নাছির। এছাড়া, উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, নাগরিক সমাজসহ সুবর্ণচরের কবি সাহিত্যিক ও সৃজনশীল মানুষ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন।