ছবি: শাহী ভিলা
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। সারাদেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময়। রেডিও-টেলিভিশনে, বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান, ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’ বাদ নেই নোয়াখালীর তরুণ কবি তানভীর ইরাকও। গতকাল ঈদ উপলক্ষ্যে তার রচিত কবিতা “ঈদ ফুল” যা গতকাল লেখা হয় এবং সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। কবিতাটি নিম্নরুপ –
৩০ মার্চ, ২০২৫ খ্রি.