নাম- নাফিসা খানম নিশু। বাবা- মো. ইকবাল হোসেন। বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ। কাজ করেন বিটিভি আঞ্চলিক (নোয়াখালী) মৌলিক গানের শিল্পী হিসেবে। নোয়াখালীকে নিয়ে এপর্যন্ত তার অসংখ্য গান বিটিভিতে প্রচারিত হয়েছে। টিভির বাহিরেও নিজ পেইজে নিয়মিত গান আপলোড করেন এই শিল্পী। সে তার নিজ বাবাকে সাথে নিয়ে অনেকগুলো গান করেছেন। যা ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় পাঠক স্রোতাদের নজর কেড়েছেন। বাবা-মেয়ে একসঙ্গে সংগীতে আমরা সাধারণত কখনও দেখিনি। তবে, এই প্রথম নোয়াখালীর নাফিসা খানম নিশু বাবাকে সঙ্গে নিয়ে একসঙ্গে গান গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তার এ ধারা অব্যাহত থাকলে আশা করি এটা হবে সংগীত জগতে একটি ব্যতিক্রমী উদ্যোগ। জানা যায় শিল্পী নাফিসা খানম নিশুর বাবা মেয়ের সঙ্গে শুধু গান করেননা তিনি গান লেখেনও। তার লেখা গানই মূলত তারা বাপ-মেয়ে একসঙ্গে গেয়ে থাকেন। এই ঈদেও তার বাবার লেখা গান নিয়ে আসছেন শিল্পী নাফিসা খানম নিশু। নাফিসা খানম নিশু অল্প বয়সে অল্প সময়ে এতটুকু এগিয়ে যাওয়ার মূলে তার আবেদনময়ী চেহারায় সুমিষ্ট কণ্ঠ, দৃঢ় ইচ্ছা শক্তি ও তার পারিবারিক সাপোর্ট। তার এ অগ্রগতিতে ধারণা করা যায় নাফিসা খানম নিশু আগামী কয়েক বছরে বিটিভির আঞ্চলিকতার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে পদচারণা হবে তার।