ছবি সংগৃহীত
বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বিকাশের পথে সবচেয়ে বড় বাধা হলো বর্তমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা চাই একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত—যেখানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকবে, শাসন হবে জবাবদিহিতার ভিত্তিতে, এবং রাষ্ট্রব্যবস্থা হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য।
আজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ছলিমাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের উদ্যোগে ভুরভুরিয়া পূর্বপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় গণতন্ত্রকামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে—দেশ পরিবর্তনের লড়াইয়ে জনগণ প্রস্তুত!
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, জননেতা জোনায়েদ সাকি। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—
বাচ্চু ভূঁইয়া – সম্পাদকমণ্ডলীর সদস্য, গণসংহতি আন্দোলন
অঞ্জন দাস – সদস্য,নির্বাহী কমিটি, গণসংহতি আন্দোলন
আবদুল আলিম – সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক মজুর সংহতি
সৈকত আরিফ – সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন
শামীম শিবলী – সংগঠক, বাঞ্ছারামপুর
সভাপতিত্ব করেন হান্নান উদ্দিন সরকার, এবং সঞ্চালনা করেন প্রফেসর মইনুল হোসেন সরকার।
সংকটের সমাধান চাইলে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইলে, নতুন বাংলাদেশ গড়তে চাইলে—আসুন, একসাথে ভাবি, একসাথে গড়ি!
গণসংহতি আন্দোলনে যোগ দিন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হোন!