ছবি: সংগৃহীত
চর জব্বার ডিগ্রি কলেজের বিতর্কিত কমিটির সদস্য হেলাল উদ্দিন ও এডভোকেট সুমনকে কলেজ কর্তৃপক্ষের ফুল দিয়ে বরণ করে নেয়ার প্রতিবাদ জানিয়েছেন উক্ত কলেজের ভূমি দাতা মরহুম অলি উদ্দিন আহমেদের স্ত্রী মুন্নি আহমেদ।
গতকাল এ বিষয়ে তিনি তাঁর ফেসবুক একাউন্টে বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ তারা আমাকে হয়রানি করছে চরজব্বর কলেজ আমাদেরই হাতে গড়া প্রতিষ্ঠান অথচ তারা আমাকে আদালত দেখিয়েছে আমি হাইকোর্টে মামলা করেছি। যে কমিটিতে অলি মিয়ার পরিবারের কারো নাম অন্তর্ভুক্ত করা হয়নি আমি কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়াচ্ছি আর তারা ৫০ হাজার টাকার বিনিময় কমিটি বিক্রি করে এবং যে কমিটি নিয়ে মামলা হয় তাদের ফুল দিয়ে বরণ করে নেয় চরজব্বর কলেজ প্রশাসন। আমার পরিবারকে তারা হয়রানি করছে অথচ এই কলেজ আমার হাজব্যান্ড এই এলাকার ছেলে মেয়ের কথা চিন্তা করে কলেজে দান করে দেন।
এছাড়া, আরেকটি পোস্টে তিনি বলেন, আমি কখনো অন্যায়ের সাথে আপস করিনি ভবিষ্যতে করবো না চরজব্বর কলেজের এই অন্যায় এই অবৈধ কমিটি আমি মেনে নেব না প্রয়োজনে আমি সুবর্ণচরের সর্বস্তরের জনগন কে সাথে নিয়েই এই অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে আমাদের সাপ্তাহিক সুবর্ণ বার্তা ও সুবর্ণ বার্তা অনলাইন ছবিতে কমিটির সদস্যদের বরণ করে নেয়া শিক্ষক সাফিয়া সুলতানার সাথে কথা বললে তিনি বলেন, আমরা শিক্ষক, আমরা কলেজ প্রশাসনের নির্দেশে তাদের ফুল দিয়েছি। এখানে আমরা তাদের বরণ করে নেয়ার কোন যৌক্তিকতা নেই। আমরা প্রশানের নির্দেশ পালন করেছি মাত্র। তিনি বলেন, এ কলেজে মুন্নি আহমেদ পরিবারের অবদান রয়েছে। এক্ষেত্রে তাদের উপেক্ষা করে কমিটি করা অসুন্দর এবং কৃতঘ্নতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, মুন্নি আহমেদের সাথে এ বিষয়ে আমার কথা হয়েছে। আমাদের সাথে তাদের প্রতিবাদের সম্পৃক্ততা নেই। তাদের প্রতিবাদ কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের বিরুদ্ধে। তিনি আমাদের বলেন, এ কমিটি স্থায়ী নয় মামলার রায় পরবর্তী আবার নির্বাচন হবে।