ছবি- শোকসভা
সুবর্ণচরে সুবর্ণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সুবর্ণচর মাইটিভি’র উপজেলা প্রতিনিধি আবদুল কাইয়ুম দুলাল মাস্টারের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথা রাব্বানী প্লাজার দ্বিতীয় তলায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণ প্রেসক্লাবের উপদেষ্টা মো. হুমায়ুন কবির, সভাপতি মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি হামিদ উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হানিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাপ্তাহিক সুবর্ণ বার্তা ও সুবর্ণ বার্তা অনলাইনের সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি তানভীর ইরাকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময়, সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরহুম আবদুল স্যার একজন অতান্ত ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তবে শিক্ষকতার চেয়ে সাংবাদিকতায় তিনি বেশ পরিচিত ছিলেন। গত ১৭ জানুয়ারি দুপুর ২ টায় উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমরা উনার জন্য আল্লাহর নিকট দোয়া করি। আল্লাহ যেনো উনাকে জান্নাত দান করেন। উঁনার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
অনুষ্ঠান শেষে সাংবাদিক মরহুম আবদুল কাইয়ুমের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এই শোক সভা সমাপ্তি হয়।