ছবি: দিদারুল ইসলাম অপু
সামাজিক দায়বদ্ধতার বিষয়ে তরুণদেরকে অবহিত করা না গেলে বিপথগামীতার সম্ভাবনা থাকে- দিদারুল ইসলাম অপু
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে তরুণের অবহিত করার বিকল্প নেই।
যুগ যুগ ধরে এদেশে ঘটে যাওয়া সংগ্রাম বিপ্লব সহ নানাবিধ গুরুত্বপূর্ণ কার্যক্রমে তরুণদের ভূমিকা অনস্বীকার্য, তরুণরা আসলে হারে না তার হারবার জন্য প্রস্তুতও নয়, তবে তারুণ্যের এই শক্তিকে কাজে লাগি সুন্দর সমাজ বিনির্মাণ করতে প্রয়োজন সামাজিক দায়বদ্ধতার বিষয়ে তরুণদেরকে অবহিত করা।
প্রয়োজন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী কার্যক্রমে তরুণদের আরো বেশি সম্পৃক্ততা, এতে তারা যেমন করে নিজেদেরকে আরো বেশি পরিপক্ষ করে তুলবে, একই সাথে সমাজের বিভিন্ন অসংগতি গুলিকে প্রতিহত করতে সক্ষম হবে। একজন তরুণ নিশ্চিতভাবে যদি বিশ্বাস করে সামাজিকভাবে তার উপর কিছু দায়-দায়িত্ব ভট্টতায় তবে সে অবশ্যই তা পালনে ন্যূনতম চেষ্টা হলেও করবে সেক্ষেত্রে তরুণদেরকে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আরো বেশি অবহিত করা প্রয়োজন,
গত কাল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার জীবন আলো ফাউন্ডেশন সোনাইমুড়ী নোয়াখালীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সমাজকর্মী ও সংগঠক দিদারুল ইসলাম অপু এ সময় তিনি আরো বলেন তারুণ্য নির্ভর সমাজব্যবস্থা যেকোন সমাজ ব্যবস্থার চাইতে শক্তিশালী হওয়া সম্ভব।