অধ্যক্ষ তোফায়েল আহমেদ
হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন তোফায়েল আহমেদ।
হাতিয়ার অসংখ্য ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে একমাত্র সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া দ্বীপ সরকারি কলেজ।
এই কলেজে দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
গত ২০ জানুয়ারি, ২০২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শিক্ষা-২ সারাদেশে কিছু শিক্ষককে পদোন্নতি দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেন। সেই প্রজ্ঞাপনে এ পদোন্নতি পান তিনি।
তোফায়েল আহমেদ নোয়াখালীর সুবর্ণচর ৬ নং চর আমানউল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা। তবে, তার জন্মস্থান কলেজ এলাকা হাতিয়ায়।
যতটুকু জানা যায় ব্যক্তি হিসেবে তিনি একজন যোগ্য এবং দক্ষ শিক্ষক ছিলেন ঐ কলেজের। তাই, তার অধ্যক্ষ পদে পদায়নে আনন্দিত হাতিয়াবাসীসহ তাঁর বন্ধুবান্ধব ও শিক্ষার্থীবৃন্দ। তারা আশা করেন তার নতুন এ পদায়নের মাধ্যমে কলেজটি আরেক ধাপ এগিয়ে যাবে।