1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

গণতান্ত্রিক সরকার গঠনে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে: মুন্সি তানভীর ইরাক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মুন্সি তানভীর ইরাক

  • একটি অনির্বাচিত সরকার এবং তাদের সুবিধাভোগী কিছু দালাল, যারা পতিত সরকার আমলেও বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছিল তারা দেখছি নির্বাচনকে প্রলম্বিত করতে শুধু সংস্কারের দোহাই দিয়ে যাচ্ছে!

আসলে এ সংস্কারের মানে কি? অনির্বাচিত সরকারের দেশ সংস্কারের ইখতিয়ার কতটুকু? যারা সংস্কারের কথা বলছে তারা কি দীর্ঘ ১৬ বছরে আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার মানুষদের দায়িত্ব নিতে পারবে?

দেশ সংস্কার করতে হলে দেশের মানুষের মধ্যে চাকরি-বাকরি, অর্থনৈতিক বিষম্য নিরসনের মাধ্যমে সর্বক্ষেত্রে সমান্তরাল আনতে হবে। যদি না পারেন তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারের কোন এখতিয়ার নেই। বরং এর মাধ্যমে তারা নিজেদের পাকাপোক্ত করার অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষদের রুখে দাঁড়াতে হবে। কোন ড. ম. গনার সময় নেই। এই ড. ম’রা আগেও দালালী করে খেয়েছে, এখন সেই খাওয়াকে নিজেদের করে নিতে চেষ্টা করছে। এদেরকে কোন সুযোগ দেওয়া যাবেনা। প্রয়োজনে আরেকটি জুলাই বিপ্লব হবে। যারা দেশের সাধারণ মানুষের কথা না ভেবে আপন উদর ভর্তিতে মশগুল তারা শিক্ষিত তো দূরের কথা, তারা অমানুষ। এদের ড. ম নিয়েও আজ আমার বেশ সন্দেহ জাগে।
সুতরাং, এদের বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে এবং একটি গণতান্ত্রিক সরকার গঠনে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট