মুন্সি তানভীর ইরাক
দেশ সংস্কার করতে হলে দেশের মানুষের মধ্যে চাকরি-বাকরি, অর্থনৈতিক বিষম্য নিরসনের মাধ্যমে সর্বক্ষেত্রে সমান্তরাল আনতে হবে। যদি না পারেন তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সংস্কারের কোন এখতিয়ার নেই। বরং এর মাধ্যমে তারা নিজেদের পাকাপোক্ত করার অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষদের রুখে দাঁড়াতে হবে। কোন ড. ম. গনার সময় নেই। এই ড. ম’রা আগেও দালালী করে খেয়েছে, এখন সেই খাওয়াকে নিজেদের করে নিতে চেষ্টা করছে। এদেরকে কোন সুযোগ দেওয়া যাবেনা। প্রয়োজনে আরেকটি জুলাই বিপ্লব হবে। যারা দেশের সাধারণ মানুষের কথা না ভেবে আপন উদর ভর্তিতে মশগুল তারা শিক্ষিত তো দূরের কথা, তারা অমানুষ। এদের ড. ম নিয়েও আজ আমার বেশ সন্দেহ জাগে।
সুতরাং, এদের বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে এবং একটি গণতান্ত্রিক সরকার গঠনে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।