তানভীর ইরাক, সম্পাদক ও প্রকাশক
এখন শীতকাল। এরপরই আসবে বসন্ত। সেই বসন্তে প্রকৃতি সাজবে নতুনরূপে। এ এক বসন্তে নয়। প্রতি বছর, যেভাবে সেজেছে এর আগের বসন্তে। এভাবে অনাদি-অনন্ত কাল জুড়ে। ঠিক আমাদের জীবনেও সমস্যা আছে, সমস্যা গুছবে। তার জন্য এই নয় যে, আমরা প্রকৃতিকে ভুলে যাব। আমাদের যে কিছু সমস্যা আছে, আমাদের তা সমাধান করতে হবে। তার মানে এই নয় যে আমরা আমাদের প্রকৃতিকে ভুলে মূলকে মুছে ফেলবো। আমরা যদি মূলকেই মুছে ফেলি তাহলে প্রকৃতি সাজবে কি করে? তাই যে কোন বিষয়ে আমাদের ভেবে চিন্তে করা উচিত। আমরা যদি আমাদের ইতিহাস চিন্তা করি তাহলে একাত্তর আমাদের মূল। সুতরাং এ একাত্তরকে মুছে কখনও আমরা নতুন বসন্তের প্রত্যাশা করতে পারিনা। আমরা এতটুকু করতে পারি নতুনত্বের স্বাদ পেতে কিছু পালক ছেটে ফেলতে পারি। যা বসন্তের নতুন পালকে পূরণ হবে। যার মধ্য দিয়ে আমরা পাবো নতুন প্রকৃতি, নতুন সমীরণ।