1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

রোকেয়া পদকে ভূষিত তাসলিমা আখতারকে নোয়াখালীতে নাগরিক সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

রোকেয়া পদকে ভূষিত তাসলিমা আখতার লিমাকে নোয়াখালীতে নাগরিক সংবর্ধনা প্রদান

বেগম রোকেয়া পদক-২০২৪ এ ভূষিত নোয়াখালী অশ্বদিয়ার কৃতি সন্তান তাসলিমা আখতার লিমাকে নোয়াখালীতে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১১টার সময় নোয়াখালী ছাত্র ও নাগরিক সমাজের আয়োজনে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।

নোয়াখালী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান নীলার সঞ্চালনায় এবং নোয়াখালী কলেজের উপাধ্যক্ষ এবিএম ছানাউল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী শাহ্ কায়কোবাদ সাগর।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (ইংরেজি বিভাগ) ও চেয়ারম্যান ড. শিরিন আক্তার, নোয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ শাহীদুর রহমান, সংগঠক ও নারী অধিকার কর্মী রেবেকা নীলা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, চর জব্বার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাফিয়া সুলতানা (বিশেষ কারণে অনুপস্থিত)  ও ডেসটিনি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রুমী আক্তার, মানবাধিকার কর্মী লায়লা বারী, সাংবাদিক ও সুশীল সমাজ।

এছাড়া উপস্থিত ছিলেন, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় শিক্ষক শিক্ষার্থীৃন্দ।

অনুষ্ঠানটি আয়োজন করেন নোয়াখালী জেলা ছাত্র ফেডারেশনের সমন্বয়ক দিদারুল ইসলাম অপু, সফিকুল আলম আসিফ ও সাংবাদিক তানভীর ইরাক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট