চেম্বার
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা আফতাব নগর শুভ উদ্বোধনের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।
ডাক্তার সানজিদা নূর সিঁথি নোয়াখালী হাতিয়ার কৃতি সন্তান। সে হাতিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নঈম শামীম খানের সুযোগ্য কন্যা। সিঁথির আজকের ডাক্তার হয়ে উঠা এবং প্রাইভেট ডেন্টাল কেয়ার গড়ে তোলা যতটা সহজ মনে হচ্ছে আসলে তা নয়। এর পিছনেও ছিল গল্প। আজকে তার প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক পথযাত্রায় তার লেখনীর মাধ্যমে তাই বলতে চেয়েছেন তিনি। নিম্নে তার বিস্তারিত তুলে ধরা হল।
আনুষ্ঠানিক পথচলা শুরু!🌼
সেই স্টুডেন্ট থাকাকালীন একটু একটু করে নিজের মধ্যে স্বপ্ন দেখে এসেছিলাম আমার একটা সুন্দর সাজানো চেম্বার হবে! আমিও সেখানে চিফ ডক্টর হবো!স্বাচ্ছন্দে পেসেন্ট দেখবো! রোগীকে নিজের মতো করে সময় দেব!…যত্ন করে ট্রিটমেন্ট করবো! আহা!…
আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহ! এইতো এই চেম্বারটারই স্বপ্ন দেখেছিলাম❣️
আজকে আমাকে এতদূর নিয়ে আসার পেছনে আমার আব্বু আম্মুর কথা না বললেই নয়!তাঁরা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। আমাকে যখন আব্বু ডেন্টালে ভর্তি করায়, কিছু মানুষের কথা আমার কানে এসেছিলো –” মেয়েকে এতদূর পড়িয়ে কি হবে! এত টাকা নষ্ট করে কি হবে! ইত্যাদি ইত্যাদি।… কিন্তু গ্রামের এসব ২/৪ জন মানুষের কথাকে আমার আব্বু আম্মু কখনোই গায়ে মাখতেন না।একটা মেয়েকে একটা ছেলের মতো করে সকল সুযোগসুবিধা দিয়ে তাঁরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।পড়াশোনার সময় সহযোগিতা করেছেন। কোন সাবজেক্টে রেজাল্ট খারাপ হলেও আম্মু বলতেন “যত খারাপ হবে তত শিখবা”। এইতো,এসব অনুপ্রেরণাতে একদিন ডক্টর হয়ে গেলাম।ডেন্ট্রিস্ট্রতে আমার প্রচুর আগ্রহ থেকে আব্বু আম্মু সুন্দর একটা চেম্বার করে দেন।আব্বু আম্মুর প্রতি সত্যিই অনেক অনেক কৃতজ্ঞতা 💓
আব্বু আম্মুর পর এই চেম্বার দেয়ার শুরু থেকে কিছু মানুষ সর্বদা আমার পাশে ছিলেন। আমার মামা Din Kazi Nazrul Islam , আমার চাচ্চু Al-Mamun Khan , চাচী, আমার ছোট ভাই।তারা ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন,পরিশ্রম করেছেন।আমার একজন প্রিয় স্যার Dr. S M Sadequl Hasan স্যার আমাকে সকল প্রয়োজনে সহযোগিতা করেছেন,ভরসা দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি💓
চেম্বার দেয়ার পুরো সময়টাতে আমার বান্ধবী Dr. Tanha Sadia নানান কাজে আমার সাথে না খেয়ে না দেয়ে দৌঁড়াইছে। কোন প্রয়োজনে তাকে ডেকে পাইনি এমন হয়নি। আমার আরও কয়জন বন্ধু, জুনিয়র এবং সিনিয়র Rayan Atik Newaz Shorif Wazed Dr Jisanul Haque ভাইয়া ডা. মুন আহমেদ ভাইয়া Dr-Sumaiya Shawkat আপু সবাইকে কোননাকোন ভাবে সবসময় পাশে পেয়েছি💗এছাড়াও ফেইসবুকের কয়েকজন ফ্রেন্ড,সিনিয়র ডক্টর ভাইয়া আপুকে কোন প্রয়োজনে নক দিলেই হেল্প করেছেন।এতএত শুভাকাঙ্ক্ষী আমার পাশে ছিলো,আছে আলহামদুলিল্লাহ! সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা 💓
প্রথম যেদিন ডেন্টাল চেয়ার সেট করছিলো, মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে এসেছিলো! এতটা আনন্দ আমার কখনো হয়নি!ডাক্তার হওয়ার পেছনে যত কষ্ট করেছি সব কষ্ট সার্থক মনে হচ্ছিল। একটু একটু করে চেম্বারের সকল কাজ শেষ হলো!আলহামদুলিল্লাহ! এর মাঝে পরিচিত অপরিচিত অনেকে চেম্বারে এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন!কিছু কাজ বাকি থাকার কারণে মিলাদ পড়াতে দেরি হয়েছিলো। আজকে মিলাদের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে চেম্বার শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন! আমি যেন মানুষকে সঠিক সেবা দিতে পারি এবং একজন ভালো ডক্টর হতে পারি।💕