ছবি- সংগৃহীত
আজ সোমবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এসময় ড. মুহাম্মদ ইউনুস বলেন, “বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে, তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”
উক্ত অনুষ্ঠানে তাসলিমা আখতার ছাড়াও আরো ৩ জন এ পদক লাভ করেন।
তাদের মধ্যে আছেন পারভীন হাসান, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।