1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

জনবলের অভাবে সুবর্ণচর মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম ব্যহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

ছবি- নিজাম উদ্দীন

জনবলের অভাবে ব্যহত হচ্ছে সুবর্ণচর মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম।

এ বিষয়ে সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দীন তাঁর সোস্যাল মিডিয়া একাউন্টে বলেন, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা সুবর্ণচর। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর ২০০৬ সালে নোয়াখালী সদর উপজেলা থেকে আলাদা করে উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ উপজেলায় মোট জনসংখ্যা ২,৮৯,০০০।

বৃহৎ জনগোষ্ঠীর এ উপজেলায় এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয় ২৫টি, নন-এমপিও হাই স্কুল ৩০টি, এমপিও ভুক্ত মাদ্রাসা ১৫টি, নন-এমপিও মাদ্রাসা ৩৫টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬০টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১৪টি, এমপিও ভুক্ত কলেজ ২টি। এছাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ১টি এবং সরকারি ডিগ্রি কলেজ ১টি সহ মাদ্রাসা গুলোর মধ্যে ২টি কলেজ লেভেলের মাদ্রাসা রয়েছে।

সুবর্ণচর উপজেলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাধ্যমিক শিক্ষা অফিস কখনো পরিপূর্ণ জনবল পায়নি! বর্তমানে ৭টি পদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ মাত্র ৩টি পদে কর্মরত আছে, অবশিষ্ট ৪টি পদ শূন্য থাকায় নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। অফিসের গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কবির আহাম্মদ। তিনি বলেন- সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাব রক্ষক, অফিস সহকারী / ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক সহ ৪টি পদ শূন্য থাকায় সকলের কাজ তাকে একা করতে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শনে গেলে, নৈশপ্রহরী/গার্ড দ্বারা অফিস পরিচালনা অসম্ভব হয়ে উঠে।

এ অবস্থায় শিক্ষা কার্যক্রম সহজ লভ্য ও সুচারু ভাবে পরিচালনার লক্ষ্যে দ্রুত শূন্য পদ গুলো পুরণ করতে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট