1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

সমন্বয়ক তানভীর শরীফকে জনৈক মুখোশধারীর হুমকি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফকে জনৈক মুখোশধারীর কলেজ ক্যাম্পাস ছেড়ে যাওয়ার হুমকি!

এ বিষয়ে তানভীর শরীফ তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, “গতকাল চকবাজার পারসিভেল হিলে টিউশন শেষ করতে করতে এশারের আজান দেয়। ভাবলাম এশার নামাজটা চট্টগ্রাম কলেজে পড়বো । এশারের নামাজ শেষ করে আসার সময় এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়। ওনার সাথে হোষ্টেল গেইটের ওখানে দাঁড়িয়ে কথা বলতেছিলাম। হটাৎ একজন লোক হোষ্টেলের দিক থেকে মুখ বেঁধে এসে বলে এই আপনি কি জন্য আসছেন.? চলে যান কলেজ থেকে। আমি বললাম আপনি কি আমাকে চিনেন?

তখন ওনি বললো চিনার দরকার নাই,আপনাকে চলে যেতে বলেছি চলে যান । ওনি কে জিগেস করলে পরিচয় দিতে চাইলেন না। কথার এক পর্যায়ে ওনি জানালেন ওনি ইসলামেস স্টাডিস ৪র্থ বর্ষের শিক্ষার্থী বাড়ি বাঁশখলী। ওনি বারবার বলতেছিলো আমি যেন কলেজ থেকে বের হয়ে যায়। তর্কে না জড়িয়ে আমি বললাম আচ্ছা কাদের নির্দেশে আপনি আমাকে বের করতে আসছেন। চলেন ওদের সাথে কথা বলবো.! ওনি আমাকে জিরো পয়েন্ট থেকে হোষ্টেলের দিকে যেতে দিচ্ছিলেন না। এক পর্যায়ে ওনি বললো আমাদের উপর থেকে নির্দেশ আছে আপনি যেন বিনা কাজে ক্যাম্পাসে অবস্থান না করেন। বুজতে পারলাম ওনি চেইন অব কমান্ড মানতেছেন। তাই কিছু না বলে চলে আসলাম।

শান্ত আছি চুপ করে থাকি বলে যা ইচ্ছে তা করিয়েন না। মুখ খুললে তখন সহ্য করতে পারবেনতো..??,,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট