ছবি- সংগৃহীত
৭ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
উল্লেখ্য, মির্জা আবুল বশর চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, মির্জা আবুল বশর চট্টগ্রাম জেলার পেশাজীবি ও মেহনতী মানুষের সংগ্রামে আজীবন যুক্ত ছিলেন। তাঁর এই অকালপ্রয়াণ সংগঠনের ভেতর আমাদের সাংগঠনিক শূন্যতা তৈরি করবে। জনগণের সংগ্রামে তার ছিল সদা সক্রিয় উপস্থিতি। তাঁর স্মৃতি ও কাজ সবসময় আমাদেরকে উজ্জীবিত করবে।