1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

মানববন্ধনের ছবি

গতকাল বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীতে  এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁঞাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময়, নেতৃবৃন্দা প্রতিবন্ধী কর্মজীবীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ক বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন। নিম্নে তা তুলে ধরা হল।

বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠন
অস্থায়ী কার্যালয়: ১৪/এ, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা। ফোন: 01910-483577

তারিখ: ৩ ডিসেম্বর ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর করার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের দাবি

আজ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সংগঠন।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে শতাধিক সরকারী নিবন্ধিত বিভিন্ন ধরণের শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের উপস্থিতিতে তাদের পক্ষের ৫-দফা দাবি উত্থাপিত হয়েছে।

সভায় প্রতিবন্ধীদের দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ, বিশিষ্ট শ্রমিকনেতা বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ শাহ আলম। অ্যাডভোকেট রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ সংবিধানে প্রতিবন্ধীদের অধিকারের অঙ্গীকার থাকলেও কোনো গ্যারান্টির বিধান নেই কাজেই তাদের অধিকাংশই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সমাজ সেবা কার্যালয়গুলোতে প্রতিবন্ধীদের জন্য যথাযথ পদক্ষেপের ঘাটতি রয়েছে।” বাচ্চু ভুঁইয়া তার বক্তব্যে বলেন, “ প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মক্ষেত্র প্রবেশাধিকারের জন্য বিশেষ রাষ্ট্রীয় সহযোগিতা লাগবে, তবেই প্রায় ২.৮ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠী উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত হতে পারে”

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলম প্রতিবন্ধীদের জন্য ভিক্ষা-দান নয় বরং রাষ্ট্রের কাছে অধিকার আদায়ের জন্য ঐক‌বদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।

৫-দফা দাবি
প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর করে সংবিধানের উল্লেখিত অধিকার নিশ্চিত করতে হবে।

প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিশেষ সুযোগ দিতে হবে।

প্রতিবন্ধী ভাতার জন্য বাজেটে প্রকৃত বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে।

প্রতিবন্ধীদের কর্মসংস্থান বাড়াতে সরকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।

প্রতিবন্ধীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেল, বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক ভাড়ার বিধান করতে হবে।

বার্তা প্রেরক,
মোঃ ইদ্রিস আলী মোল্লা
সাধারণ সম্পাদক
ফোন: ০১৭১৪-৩৪৪৪৭০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট