কবি- রুমী আক্তার
রোমান্টিকতা এবং মানবিকতা নিয়ে তুমি
তোমার জন্যই আমি।
গ্রীষ্মের খরতাপ, শীতের তীব্রতা, বসন্তের হাওয়ায় ভালবাসা তুমি।
তোমার জন্যই আমি।
সবুজ ঘাসের উপর শিশির ভেজা স্নিগ্ধ তুমি।
তোমার জন্যই আমি।
ছোটগল্পের মতো শেষ হয়েও হলো না শেষ তুমি।
তোমার জন্যই আমি।
চরাঞ্চলে খালে বিলে মাছ ধরা রাখাল ছেলে তুমি
তোমার জন্যই আমি।
বুনো লতা যেভাবে আম গাছকে জড়িয়ে থাকে তার মতো তুমি।
তোমার জন্যই আমি।
বেগম রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেনের মতো উৎসাহদাতা তুমি।
তোমার জন্যই আমি।
আমার জীবনে সবার মধ্যে মুক্ত প্রতিভা প্রকাশের সুযোগ তুমি।
তোমার জন্যই আমি।
চরাঞ্চলে পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়ানোর সুযোগ তুমি।
তোমার জন্যই আমি।
কিভাবে স্বার্থহীনভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় শিখিয়ে দিয়েছে তুমি।
তোমার জন্যই আমি।
ভালোবাসি প্রিয় তোমাকে সাথে করি শ্রদ্ধা ও সম্মান।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে রাখতে পারি তোমার মান।