কবি রুমি আক্তার
কবি রুমি আক্তার মূলতঃ একজন কলেজ শিক্ষিকা। সে সুবর্ণচর উপজেলার স্বনামধন্য ডেসটিনি কলেজের বাংলা প্রভাষক। তার পৈত্রিক বাড়ি ইতিহাস সমৃদ্ধ কুমিল্লা জেলায়। শ্বশুর বাড়ি সুবর্ণচর উপজেলার চার ক্লার্ক ইউনিয়নে। সে অত্র এলাকার স্বনামধন্য পরিবারের সন্তান ইউসুফ শরীফের সহধর্মিণী। কবি রুমি আক্তার সে তার শিক্ষকতার পাশাপাশি সৃজনশীল ও সাহিত্যানুরাগী একজন নারী। প্রান্তিক এ সুবর্ণচরের জন্য তাকে নারী জাগরণের অগ্রদূতও বলা যেতে পারে! কারণ, তিনি তাঁর শিক্ষার্থীদের সব সময় সৃজনশীল হওয়ার বিষয়ে উৎসাহী করে থাকেন। যা তার বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাই। আজ সেই সাহিত্য প্রেমী রুমি আক্তারের শুভ জন্মদিন। আমরা তাঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
তানভীর ইরাক, সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক সুবর্ণ বার্তা ও সুবর্ণ বার্তা অনলাইন।