প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১০:০৮ এ.এম
বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়না বনি আমিন এখন তার জন্ম দ্বীপ হাতিয়ায়
বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়না বনি আমিন এখন তার জন্ম দ্বীপ হাতিয়ায়
বনি আমিন বিশ্ব ব্রহ্মাণ্ডে হাতিয়ার এক লুব্ধক। যার দুঃসাহসিক ক্যামেরা অভিযাত্রা এবং লেখনীতে ফোটে উঠে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুক্ত সব। একজন সাংবাদিক যদি হয় একটি নির্দিষ্ট সমাজের আয়না।বনি আমিন তিনি এ বিশ্ব ব্রহ্মাণ্ডের আয়না। সম্প্রতি চীনের উইঘুর মুসলিমদের নিয়ে তার দুঃসাহসিক ক্যামরা অভিযাত্রা তার প্রমাণ।
হাতিয়াবাসী গর্বিত এই কীর্তিমান বনি আমিনকে নিয়ে। আর গর্বের বনি আমিন এখন তার জন্ম দ্বীপ হাতিয়ায়।
গতকাল তিনি হাতিয়ায় এসেছেন। এসে তিনি প্রথমে চর চেঙগা তার নিজের বাড়িতে যান। এরপর তিনি নিজ এলাকা এবং হাতিয়ার সুশীল সমাজ ও বিভিন্ন মার্কেট ঘুরে দেখছেন। সাধারণ মানুষ বনি আমিনকে এক নজর দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। হাতিয়ায় তিনি ২০ তারিখ পর্যন্ত থাকবেন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত