আঙ্কেলের জন্মদিনে ভাগিনার উপহার অমূল্য ভালোবাসা
আমাদের সমাজে আমরা হয়তো অনেক ভালোবাসা দেখতে পাই, তবে সব যে ভালোবাসা তা নয়। কিছু আছে স্বার্থের ভালোবাসা। যা স্বার্থ ফুরালে শেষ। আমি সেই ভালোবাসার কথা বলছিনা, আমি বলছি ভালোবাসার কথা, ভালোবাসার কথা, ভালোবাসার কথা। যে ভালোবাসা নিষ্পাপ, যেখানে কোন প্রকার স্বার্থ থাকেনা। থাকে কেবলই ভালোবাসা। যা যুগ হতে যুগ টিকে থাকে। আর এ ভালোবাসার স্বীকৃতি যখন নিষ্পাপ কোন কোমল প্রাণের হয় তখন সেই ভালোবাসা কখনও মিথ্যে হতে পারেনা। আর এটিই হচ্ছে অমূল্য ভালোবাসা। যা পৃথিবী মূল্যেও কেনা সম্ভব নয়। ঠিক তেমনি এক ভালোবাসার স্বীকৃতি দেখলাম গতকাল ফেসবুকে। অবশ্য তারা আর কেউ নন, তারা আমাদেরই পরিবারের আমার স্নেহের ছোট বোনের জামাই হারুন রশিদ আর বড় বোনের ছোট ছেলে তাওফিকুল আলম রূপক। যা গতকাল ভাগিনা তার আঙ্কেলের জন্মদিনে পোস্টের মাধ্যমে আবেগময় ভাষায় প্রকাশ করেছেন। পাঠক সুবিধার্থে তা হুবুহু তুলে ধরা হল-
আমার প্রিয় আংকেল, আপনার জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দ, সাফল্য আর সুখে ভরপুর। আপনার জন্য অনেক শুভকামনা, সুস্থতা আর সুখী জীবন কামনা করছি।