কবি রুমি আক্তার পরিচালিত নতুন সিনেমা মেয়েলীপনা
ছেলে জন্ম নিলে,
দাদা দাদি নানা-নানী মা চাচিরা হতো আনন্দে মাতোয়ারা।
এখন দেখি ছেলেরা মেয়ে সাজার জন্য হয়েছে দিশেহারা।
হাসতে গিয়েও হাসতে পারিনা,
ভাবতে গিয়ে হই আত্মহারা।
ছেলে হচ্ছে বংশের প্রদীপ অন্ধের মত অনেকে সেটা মানে
কিন্তু ছেলেরা কেন মেয়ে সাজে এ কথার মানে কেউ না জানে।
ছেলেরা যখন ঠোঁটে লিপস্টিক আর গায়ে শাড়ি জড়িয়ে অভিনয় করে,
মনে হয় যেন তাদের ভিতরে আক্ষেপ আছে মেয়ে না হতে পেরে।
ছেলেরা ছেলে হিসেবেই থাকো নিজেদের আত্মমর্যাদা নিয়ে,
মেয়েরা থাকুক শাড়ি গহনার লিপস্টিক আর মায়ের জাতির গৌরব হয়ে।